শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া ::
উখিয়া সীমান্তের রেজু আমতলী, থাইংখালী রহমতেরবিল ও ধামনখালী সীমান্তের অপরাধ জগতের কিং নামে খ্যাত উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহবিল গ্রামের মিয়া হোছনের ছেলে আন্ডার গ্রাউন্ডে থাকা দেশের শীর্ষ ইয়াবা কারবারী জাহাঙ্গীর প্রকাশ ইয়াবা জাহাঙ্গীর ইয়াবার কালো টাকার পাহাড় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে বলে জানা গেছে। সে দেশের চলমান মাদক বিরোধী অভিযানকে বৃদ্ধঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে তার চেইন অব কমান্ড একই গ্রামের আলী হোছনের ছেলে এলাকার চিহ্নিত অস্ত্রধারী ও মাদক সম্রাট বেলাল উদ্দিন প্রকাশ কানা বেলালের নেতৃত্বে রাজাপালং ইউনিয়নের ইয়াবার হাটবাজার নামে পরিচিত খয়রাতি পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ, একই গ্রামের ফোরকানের ছেলে মুদির দোকানের ব্যআড়ালে জমজমাট ইয়াবা ব্যবসা বীরদর্পে চালিয়ে আসলেও দেখার কেউ নেই। স্থানীয় সচেতন মহলের অভিযোগ করে বলেন, অতি শিঘ্রই ইয়াবা জাহাঙ্গীরসহ শীর্ষদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা না হলে এলাকার উঠতি বয়সী ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের তদন্ত পূর্বক ইয়াবা ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।