উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার মেয়রের আসনে বসলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। তিনি বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয়ী হয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচিত মেয়র মুজিব চেয়ারম্যানের মোট প্রাপ্ত ভোট ৪১২৭২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ৯৯৮০ ভোট। এছাড়াও নাগরিক কমিটি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র সরওয়ার কামাল পেয়েছেন ৩৪৬৪ ভোট। ভোট কেন্দ্র ভিত্তিক প্রাপ্ত তথ্যে এ ফলাফল পাওয়া গেলেও এখনো নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।