উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়ার উপক’লীয় জনপদ জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামের মৃত হেদায়েত আলীর ছেলে মাষ্টার হানিফ পরিবারের চলাচলের রাস্তায় সৃজীত বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক গাছ কেটে লন্ডভন্ড করে দিয়েছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা । শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে গাছ জবাইর ঘটনাটি ঘটে। ভোরে শতশত গ্রামবাসী এই দৃশ্য দেখে মন্তব্য করে বলেন গাছের কি অপরাধ । এ ঘটনায় শনিবার দুপুরে মোহাম্মদুল্লাহ প্রকাশ আব্দুল্লাহ (৪৫) তার ভাই হাবিবুল্লাহসহ ৪/৫ জনকে আসামী করে উখিয়া থানায় একটি অভিযোগ করেছে। পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার মাষ্টার হানিফ জানান, প্রতিপক্ষদের সাথে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। এ ঘটনার জের ধরে শটামির আশ্রয় নিয়ে মোহাম্মদুল্লাহ শুক্রবার দুপুরে থানায় একটি সাধারন অভিযোগ করে ওই রাতে গাছ গুলো কেটে ফেলেছে যাতে আইনের ফাঁকফোকড় থেকে নিজেকে রক্ষা করতে পারে। স্থানীয় ইউপি সদস্য মাকসুদুল্লাহ মেম্বার গাছ কাটা দৃশ্যটি প্রত্যক্ষ করে প্রতিপক্ষকে ধিক্কার জানিয়েছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।