গত ৫ আগষ্ট কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আপন কন্ঠ ও অনলাইন পত্রিকা উখিয়া ক্রাইম নিউজে “উখিয়ার শীর্ষ ইয়াবাকারবারীরা রাত কাটায় জিরো পয়েন্টে” শীর্ষক সংবাদের একাংশের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাদেরকে শীর্ষ মাদক ব্যবসায়ী বানিয়ে পত্রিকায় যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। যার বিন্ধু মাত্র সত্যতা নেই। মূলকথা হচ্ছে এলাকার একটি মহল পূর্ব শক্রতার জের ধরে ভুল তথ্য সরবরাহ দিয়ে পত্রিকায় এ সংবাদ পরিবেশন করা হয়েছে। আমরা কখনো মাদক ব্যবসার সাথে জড়িত ছিলাম না বা এখনো নেই। এটা শুধু অপপাচার ছাড়া আর কিছুই নয়। তাই উক্ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও জনসাধারনকে এহেন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী,
মোঃ ফারুক আহম্মদ
মোঃ কামাল উদ্দিন
ও
জয়নাল আবেদীন ভুট্রো
সর্বসাং- রহমতেরবিল, থাইংখালী
উখিয়া কক্সবাজার