উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়া থানা পুলিশের একটি দল সোমবার ভোর রাতে কুতুপালং ক্যাম্পের অদুরে একটি নির্জন স্থানে তৈরি করা ঝুঁপড়ি থেকে বৈদেশিক নাগরিক আইনে ৩ বছরের সাজাপ্রাপ্ত রোহিঙ্গা এনায়েত উল্লাহ (৩৫) কে উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক দিদারুল আলম ও সহকারী উপ- পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গতকাল সোমবার সকালে কক্সবাজার জেল হাজতে প্রেরন করেছে। সে কুতুপালং আনরেজিষ্ট্রাট ক্যাম্পের আব্দুল জলিলের ছেলে। উখিয়া থানার সহকারী উপ- পরিদর্শক দিদারুল আলম জানান, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন ক্যাম্পে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। রোহিঙ্গার ভীড়ে অদৃশ্য হয়ে যাওয়ার কারনে তাকে ধরা সম্ভব হয়নি। উখিয়া থানার অফিসার ইনর্চাজ মোঃ আবুল খায়ের জানান, তার বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলা করে আদালতে প্রেরন করা হলে ওই রোহিঙ্গা জামিনে মুক্ত হয়ে আত্নগোপন করে। আদালত তার অনুপস্থিতিতে ৩ বছরের সাজাকার্যকর করেন।