উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়ার করইবনিয়া ডেইল পাড়া সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের হাট ও মাদক পাচারের নিরাপদ সড়ক ১৫ সিন্ডিকেটের দখলে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া ডেইল পাড়া এলাকার মাদক চোরাকারবারীদের নিরাপদ সড়ক বর্তমানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দখলে নিয়ে স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধঙ্গুলি ও ক্ষমতার প্রভাব বিস্তার করে স্থানীয় কথিত মেম্বারের সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিঘ্নে পাচার করছে ইয়াবাসহ বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের মাদক। হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ধ্বংস করছে দেশের ছাত্র ও যুবসমাজের আগামী দিনের স্বপ্ন। কিন্তু দেখার কেউ নেই।
উক্ত সীমান্ত সড়ক দিয়ে দিবারাত্রি প্রকাশ্যে মাদকের চালান তাদের সিন্ডিকেটের মাধ্যমে এ দেশে নিয়ে এসে যুব ও ছাত্র সমাজকে ধ্বংস করে যাচ্ছে। বর্তমানে উক্ত মাদক সম্রাটদের নিয়ন্ত্রন করা বড়ই কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন মহল। কারন উক্ত গডফাদারদের সার্বিক সহযোগিতা ও তাদের মাদকের টাকায় চলছে কথিপয় প্রভাবশালী, রাজনৈতিক নামধারী নেতারা। উক্ত মাদক সম্রাটরা হলেন, স্থানীয় মেম্বারের চেইন অব কমান্ড ও ঘনিষ্ট সহচর ডেইলপাড়া গ্রামের ছব্বির আহম্মদের ছেলে এলাকার চিহ্নিত ইয়াবাকারবারী জসিম উদ্দিন প্রকাশ ইয়াবা জসিম, মোঃ কালু প্রকাশ মাছ কালুর ছেলে শাহজান প্রকাশ শাহাজান খলিফা, একই এলাকার শামশুল আলমের ছেলে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রক ছৈয়দ আকবর প্রকাশ লুডা আকবর, নুর আহম্মদের পুত্র জয়নাল, মৃত শহর মুলকের ছেলে শামশুল আলম প্রকাশ গুল্ডা পুড়া, মৃত সোলতান আহম্মদের পুত্র জাগির হোসেন প্রকাশ মদ জাগিরা, একই এলাকার ইকবাল , রেজু আমতলী এলাকার হাকিম , চিরমন, রুবেল , মোঃ ইউনুছ , দরগাহবিল গ্রামের নজির আহম্মদ , লেড়ু আকতার , মোঃ হারুন , করইবনিয়া এলাকার মোঃ আজু , একই এলাকার মোঃ আমিন , গিয়াস উদ্দিন , মোঃ আলী , মরা ছৈয়দ এ ছাড়া ও কুতুপালং রোহিঙ্গা বাজার এলাকার রশিদ আহম্মদের ছেলে মাদক স্বর্গরাজ্যর প্রধান আলি আকবর প্রকাশ ইয়াবা আকবর, রোহিঙ্গা জিয়াবুলসহ গডফাদাররা বৃহত্তর সিন্ডিকেট তৈরি করে মিয়ানমার থেকে পূর্ব ডিগলিয়া – করবনিয়া সড়ক দিয়ে সীমান্ত রক্ষাকারী বর্ডার গার্ড বিজিবির চোঁখকে ফাঁকি দিয়ে দেশ তথা দেশের যুব ও ছাত্র সমাজ ধ্বংসকারী এ ভয়ঙ্কর মাদকের চালান উক্ত সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে পৌছে দিচ্ছে মাদক চোরাকারবারীরা। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের মাদক ব্যবসায়দের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে এবং থাকবে বলে তিনি জানান।