উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়ায় প্রতিপক্ষ দুর্বৃত্তদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় বসত ভিঠায় হামলা চালিয়ে ফলজ, বনজ ও ঔষুধীসহ অর্ধশতাধিক গাছ গাছালি কেটে ঘেড়া বেড়া ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল ৯ টার দিকে রাজাপালং মৌজার তুতুরবিল গ্রামে। এঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী ফারহানা ইয়াছমিন রুনা বাদী হয়ে ৪ জনকে আসামী করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। ঘটনাস্থল ঘুরে প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, বাদীর শশুর মাহবুবুল আলম কর্তৃক দানপত্র কবলামুলে প্রাপ্ত ৩৭ শতক জমি ১৯৯৮ ইংরেজী সন থেকে ভোগ দখল করে আসছে। জমিটি প্রতিপক্ষ আবু বক্কও ছিদ্দিকের পার্শ্ববর্তী হওয়ায় তার ছেলে আমানত উল্লাহ (২০), মোঃ মোস্তফা (১৮) প্রতিনিয়ত চাঁদা দাবী করে আসছিল। মামলার বাদী ফারহানা ইয়াছমিন জানান, তাদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় ও তার স্বামী আকতার মিয়া প্রবাসে থাকার সুযোগে প্রতিপক্ষরা দা, কিরিচ, লোহার রড নিয়ে বসত ভিঠায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। উখিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রসঙ্গে আসামী পক্ষ আবু বক্কও ছিদ্দিক জানায়, গাছ গুলো তারা রোপন করেছে। তাদের প্রয়োজনে গাছ গুলো কেটে ফেলা হয়েছে।