উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব তিথি স্বরণ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মষ্টমী। হিন্দু ধর্মলম্বীদের বিশ্বাস অনুসারে পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এ দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আর্বির্ভুত হয়েছিলেন। গতকাল রোববার বেলা ১২ টার দিকে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য স্বপন শর্মা রনি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এড. অনিল বড়ুয়া, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এড. রবিন্দ্র দাশ রবি, রাজাপালং পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ধন ঘোষ, রত্নাপালং পুজা উদযাপন পরিষদের সভাপতি বিরেশ্বওরুদ্র, সাধারন সম্পাদক মাষ্টার বিকাশ কান্তি চৌধুরী, জালিয়াপালংয়ের সভাপতি ডা. উল্লাস ধর, সাধারন সম্পাদক ডা. শংকর শর্মা, হলদিয়াপালংয়ের সভাপতি কার্তিক শর্মা, সাধারন সম্পাদক সুমন শর্মা , উখিয়া উপজেলা বাগীশিক কমিটির সভাপতি বেবী প্রভাদে, শীল কল্যান সমিতির সভাপতি অজিত শর্মা ও পালংখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রাষ্ট্রন দেবনাথ, সাধারন সম্পাদক শিমুল দাস শিবু। জন্মষ্টমী উদযাপনে সহযোগিতা করেছেন, শ্রী কল্যান সমবায় সমিতি, জুয়েলার্স সমিতি, গীতা শিক্ষা কমিটি, স্বাধীনতা স্পোটিং ক্লাব, ঋষী অদ্বৈতা আনন্দ পরিষদ, চিন্তাহারি স্মৃতি যুব সংসদ, সৎসঙ্গ, লোকনাথ একতা সংঘ, ধুরুমখালী তিন সমাজের জন্মষ্টমী কর্মকর্তা পরিষদ ও জনকল্যান যুব সংঘ। অনুষ্টানের শুরুতে গীতাপাঠ করেন, পূজা ধর। এর আগে সকাল ৮ টায় ব্যানার ফেষ্টুন, প্লেকার্ড বহনকারী নারী পুরুষ শিশু কিশোর সম্মিলিত একটি বিশাল র্যালী ধুরুমখালী থেকে পায়ে হেটে উখিয়া এসে পৌছলে উখিয়া পূজা উদযাপন পরিষদ তাদেরকে স্বাগত জানান। উক্ত অনুষ্টান পরিচালনা করেন উখিয়া পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক স্বজল কান্তি ধর।