উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
ইয়াবা সেবন ও পরকিয়া প্রেমে আসক্ত প্রবাসী স্বামী নুরুল হকের অসহনীয় নির্যাতনের শিকার স্ত্রী মোহছেনা আকতার (২৫) দীর্ঘ ৪ দিন কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে গতকাল রোববার ভোর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছে। রেখে গেছে দুটি অবুঝ সন্তান। তাদের আহজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, রাজাপালং ইউনিয়নের উত্তর হাজির পাড়া গ্রামের মৃত আমান উদ্দিনের ছেলে নুরুল হক প্রবাস থেকে এসে দোছড়ী গ্রামের একটি খামারবাড়ী গড়ে তুলে। পানের বরজ ও বিভিন্ন কৃষিপন্য উৎপাদনের নামে সে নিয়মিত ইয়াবা পাচার ও সেবনের পাশাপাশি এক মেয়ের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। ফলে সংসারিক জীবনে নেমে আসে অশান্তি। নুরুকের বয়োবৃদ্ধ মা লায়লা বেগম জানান, গত বৃহস্পতিবার রাতে তার ছেলে নুরুল হক আরেকটি বিয়ে করার কথা বলেল স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়াঝাটি শুরু হয়। গ্রামবাসীরা জানান, বড় ভাই নুরুল বশরের ইন্ধনে নুরুল হক তার স্ত্রীর উপর পৈচাসিক নির্যাতন চালিয়ে জোর করে বিষপান করিয়েদেয়। নিজেকে রক্ষা করতে তাৎক্ষনিক ভাবে উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মোহছেনা আকতারের অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোর রাতে মোহছেনা আকতার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মোহছেনার বড় ভাই কামাল উদ্দিন জানান, তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাই এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, তিনি ঘটনাটি শোনেছেন অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।