উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়ায় স্থানীয় এক প্রভাবশালী চক্রের সাজানো নাটকিয় মামলায় রাজাপালং ইউনিয়নের হাজম্মা রাস্তার মাথা গ্রামের ভুমিহীন হতদরিদ্র পরিবার আলী আহম্মদের ছেলে মোঃ আলী (৪৫) দীর্ঘ দিন ধরে কারাভোগ করছে। একমাত্র উপর্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে তার পরিবারে নেমে এসেছে অভাব অনটনসহ স্থানীয় দুর্বৃত্তদের মানষিক নির্যাতন। মোঃ আলীর স্ত্রী লাকী আকতার জানান, তার স্বামী বন ভুমিতে বসবাস করে বিভিন্ন কাজকর্ম করে সংসার চালিয়ে আসছিল। এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে সে প্রতিনিয়ত প্রতিবাদ করে আসছিল। এছাড়াও তার বসত ভিঠাটি জবর দখল করার জন্য ওই চক্রটি বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিল। পূর্ব পরিকল্পিত ভাবে গত ১১ সেপ্টেম্বর রাত অনুমানিক ৩ টার দিকে তার ভিঠার এক কোনায় জঙ্গলের ভিতরে চোলাই মদ রেখে ওই দুর্বৃত্তরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়া চোলাইমদসহ মোঃ আলীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেন। মামলার স্বাক্ষী ছৈয়দ নুর, গিয়াস উদ্দিন ও প্রত্যক্ষদর্শী জয়নাল উদ্দিন জানান, উক্ত ঘটনাটি পূর্ণ তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে। মোঃ ্অলীর স্ত্রী লাকি আকতার মামলাটি পূন তদন্তের জন্য কক্সবাজার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।