উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
রোহিঙ্গা অধ্যুষিত জনপদ উখিয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উপজেলা প্রশাসন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ বাস্তবায়ন করেছে। নিরাপদে গাড়ী চালাই, নিজে বাঁচি অন্যকে বাঁচাই স্লোগান সম্বলিত লিফল্যাট গাড়ীতে লাগানো হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভুমি একরামুল ছিদ্দিক স্কুল শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গতকাল বুধবার সকাল ১০ টা থেকে এ কর্মসূচি শুরু করেন। দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা গেইট ও উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় গেইটের সামনে শিক্ষার্থীরা গাড়ী থামিয়ে চালকদের গাড়ী আস্তে চালানোর পরামর্ষ দিয়ে চালকের হাতে একটি লিফল্যাট ধরিয়ে দেন। এবং গাড়ীর সামনে একটি ষ্টিকার লাগিয়েদেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় শিক্ষানুরাগী রাজনীতিবীদ অভিভাবক তথা সুশিল সমাজের লোকজন সাধুবাদ জানিয়েছেন।