উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়ার সর্বকালের শ্রেষ্ট ওসি মোঃ আবুল খায়েরের দিক নির্দেশনায় থানা সহকারী উপ-পরিদর্শক মোঃ দিদারুল আলম ও সহকারী উপ- পরিদর্শক বিলাস সরকারের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজীর পাড়া গ্রামের মোকতার আহম্মদের ছেলে আব্দুর রহমান, একই মামলার আসামী হিজোলীয়া গ্রামের মোকতারের ছেলে রাশেল ও কুতুপালং আনরেজিষ্ট্রাট ক্যাম্পের ওসমানের ছেলে সিরাজকে আটক করেছে। সহকারী উপ-পরিদর্শক দিদারুল আলম জানান, উল্লেখিত ওয়ারেন্টভুক্ত আসামীরা গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন ধরে আত্নগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় এবং জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে। এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের আসামী আটকের সত্যতা স্বীকার করেন।