উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
উখিয়ার উপকুলীয় জনপদ জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল গ্রামের ছৈয়দ হোছনের ছেলে আহম্মদ শরিফকে রেজু বিজিবি ক্যাম্প এলাকায় আগে থেকে উৎপেতে অবস্থান নেওয়া র্যাব বিজিবি সদস্যরা রাত ১০ টার দিকে একটি সিএনজি গাড়ীতে তল্লাসি চালিয়ে ইয়াবা চক্রের মাফিয়া ডন নামে খ্যাত ফজল কাদেরের সেকেন্ড ইন কমান্ড আহম্মদ শরিফকে আটক করে। র্যাব সদস্যরা তার গাড়ীতে তল্লাশি চালিয়ে ৩৯ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব বিজিবি সদস্যরা ডেইল পাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে ফজল কাদেরের বাড়ী ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু সুচতুর ইয়াবা সম্রাট ফজল কাদের তল্লাশি অভিযানের আগেই বাড়ী থেকে পালিয়ে যায়। র্যাব ৭ এর কমান্ডিং অফিসার এএসসি মোঃ খাইরুল ইসলাম জানান, ফজল কাদেরের বাড়ীতে দীর্ঘক্ষন তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। তবে তাকে এ মামলায় আসামী করা হতে পারে বলে সাংবাদিকদের জানান।