রফিক উদ্দিন বাবুল উখিয়া
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সহজ উপায়ে ইংরেজী শিক্ষায় পারদর্শী করে তোলার লক্ষে বর্তমান সরকার একটি প্রকল্প সারা দেশ ব্যাপী বাস্তবায়নের কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২ টায় উক্ত প্রকল্পের আনুষ্টানিক উদ্বোধন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব (উন্নয়ন)। প্রকল্প উদ্বোধন কালে উপস্থিত প্রধান শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, দিনে একজন শিক্ষার্থীকে একটি ওয়ার্ড অবশ্যয় শেখাকে হবে। প্রথম শ্রেনী থেকে ৫ম শ্রেনীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রতিদিন যদি একটি করে ইংরেজী ওয়ার্ড শেখানো হয় তাহলে এসব শিক্ষার্থীরা ইংরেজীতে পারদর্শী হয়ে উঠবে। উখিয়ার ৭৬ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান উল্লেখ করে প্রধান অতিথি উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্পের উদ্বোধনীর মাধ্যমে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রধান শিক্ষকদের প্রতি নির্দেশ প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউনিসেফের প্রতিনিধি পাওয়ান কুচিটা, লুডরেস ভেলেনসিয়া, ব্র্যাকের প্রতিনিধি ড. নজরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার মোঃ কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সুব্রত বড়–য়া, উখিয়া রিসোর্ট সেন্টারের কর্মকর্তা অশোক কুমার আচ্যর্য। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন আর রশিদ, রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতী কনা দাশ, পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কামাল উদ্দিন। অনুষ্টান সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধু কুমার বড়–য়া।