রফিক উদ্দিন বাবুল উখিয়া ::
উখিয়ায় উপজেলা উন্নয়ন মেলায় পল্লী বিদ্যুৎ এর ষ্টল ঘুরে দেখা যায় সরকারের ১০ বছরের ব্যাপক সাফল্যতা অর্জন করেছে। বিদ্যুৎ বিক্রয় করে মাসে ৪ কোটি ১৪ লাখ টাকা আয় করেছে। উখিয়ায় পল্লী বিদ্যুৎ এর গ্রাহক সংখ্যা প্রায় ৩১ হাজার ২শ ৭জন। নির্মানাধীন লাইনের সংখ্যা ৬ কিলোমিটার। নির্মানাধীন উপকেন্দ্র ৩টি। পাটোয়ার টেক, রামু ক্যান্টেনমেন্ট ও পালংখালী। ডিসেম্বরের মধ্যে ৬শ কিলোমিটার বিদ্যুৎ লাইন সমাপ্ত করতে পারলে প্রায় ৩০ হাজার নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে বলে জানা গেছে। বর্তমানে উখিয়ায় বিদ্যুৎ সুবিধাভোগী জনগন শতকরা ৮৫ ভাগ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ২০১৮ সালের মধ্যে উখিয়াসহ দেশ ব্যাপী প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়ন করা হবে বলে জানিয়েছেন উখিয়ার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম খালিদ মোঃ সালাহ উদ্দিন জোওয়ারদার। উখিয়ায় ২ লক্ষ ৫৫ হাজার জনগনের মধ্যে ৮৫ ভাগ বিদ্যুতায়ন করা হলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ উখিয়ায় আশ্রীত ২০টি রোহিঙ্গা শিবিরে বিদ্যুতায়ন করে রোহিঙ্গাদের সুবিধা দিচ্ছে। শনিবার সকালে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা ঘুরে এসব তথ্য জানা গেছে। পল্লী বিদ্যুৎয়ের স্টল পরিদর্শন করেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া থানার ওসি তদন্ত মোঃ খায়রুজ্জামান, ওসি তদন্ত মোঃ ইয়াছিন, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ আলী, মোঃ আনিস প্রমুখ। স্টল ঘুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে আযানের সময় বিদ্যুৎ যায় না। কিন্তু জোট সরকারের আমলে মানুষ বিদ্যুৎ নিয়ে চরম ভোগান্তিতে ছিলেন।