শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া ::
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বুধবার রাতে উখিয়া সদর নুর হোটেলের সামনে টমটম গাড়ীতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে। এদের দেহ তল্লাশি করে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। আটককৃতরা হচ্ছে টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের বি ব্লকের ৫৭ নাম্বার শেডের আবুল মন্সুরের ছেলে মোঃ ইসমাইল (১৯), অপর জন চাপাই নবাবগঞ্জের জাদুপুর গ্রামের আজিজুল হকের ছেলে আতিকুর রহমান (৩০)। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ নাসির বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বুধবার রাতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করে আসামীদের পুলিশের নিকট হস্তান্তর করেছে।