রফিক উদ্দিন বাবুল উখিয়া ::
কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে অংশ গ্রহন করেছেন সহকারী কমিশনার ভুমি একরামুল ছিদ্দিক ও উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান। সহকারী কমিশনার ভুমি জানান, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা দেশী বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও দেশের সর্বোচ্ছ ব্যক্তিবর্গ সৈকত সড়ক দিয়ে আসা যাওয়া করে। যানজট নিরসনে সেখানে দুই জন ট্রাফিক পুলিশ দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব না হওয়ায় সড়কের আশে পাশে অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক ভাসমান দোকান পাট উচ্ছেদ করে দেওয়া হয়েছে। যাতে সেখানে কোন ধরনের যানজটের সৃষ্টি হতে না পারে। সে ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।