রফিক উদ্দিন বাবুল উখিয়া::
রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় ক্ষতিগ্রস্ত ও মানষিক ভাবে বিপর্যস্ত স্থানীয় হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরন করলেন এনজিও সংস্থা উত্তরন। প্রদত্ত ত্রানের মধ্যে রয়েছে প্রতি প্যাকেটে রয়েছে ২০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আলো, ২ লিটার তেল, ৩ কেজি চিনি, ১ কেজি চনাচুর ১ টি বিস্কুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। বুধবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে ১১৫জন হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, উত্তরনের প্রজেক্ট অফিসার মোঃ শহিদুল ইসলাম ও ফিল্ড অর্গানাইজার মোঃ আব্দুল জলিল। সংশ্লিষ্টরা জানান, তারা জালিয়াপালং ইউনিয়নের সাড়ে ৪শত হতদরিদ্রদের মাঝে অনুরুপ ত্রান বিতরনের পাশাপাশি রোহিঙ্গাদের মাঝেও প্রতিনিয়ত খাদ্য সামগ্রী বিতরন করে আসছেন।