শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া ::
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত দুই অপহরণকারীকে আটক করার পাশাপাশি অপহ্নত যুবককে উদ্ধার করেছে।
জানা গেছে, উখিয়ার পাশর্^বর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা গ্রামের কামাল হোসনের ছেলে মোঃ শাহজানকে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী দেওয়ার কথা বলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের মৃত ছৈয়দ আলমের ছেলে এলাকার চিহ্নিত অপহরণকারী চক্রের গডফাদার রবিউল ইসলাম (২২) ও তার চেইন অব কমান্ড ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের মোঃ হোছনের ছেলে আনোয়ারুল ইসলাম (২৮) শনিবার সকালে শাহজানকে মুঠোফোনে ঢেকে উখিয়া নিয়ে এসে তাকে অস্ত্রের মূখে জিম্মি করে উখিয়ার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজস্থ গহীন অরণ্যে আটকিয়ে রেখে তাকে শারীরিক ও মানষিক নির্যাতন চালানোর পাশাপাশি তার পিতার নিকট থেকে মুঠোফোনে ১ লাখ টাকা মুক্তিপন দাবী করেন বলে জানা যায়।
অপহ্নত যুবকের পিতা কামাল হোসেন জানান, আমার ছেলে শাহজানকে সকালে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী দেওয়ার কথা বলে বাড়ী থেকে ঢেকে নিয়ে অপহরণপূর্বক মারধর করে লাখ টাকা মুক্তিপন দাবী করেছে। পরে আমি থানা পুলিশের সহযোগিতা নিয়ে আমার ছেলেকে অপহরণ চক্রের কবল থেকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেছি এবং মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের দুই অপহরণকারী আটকের সত্যতা স্বীকার করেন।