কায়সার হামিদ মানিক উখিয়া ::
উখিয়ায় স্বর্ণচুরির ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে সৎ ভাই আব্দুস ছালামের পৈচাশিক নির্যাতনের ফলে তার সৎ বোন আলমাছ খাতুন (৪০) অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে সে মারা যায়। সোমবার রাত ১১ টার দিকে এ লোমহর্ষ ঘটনাটি ঘটেছে। নিহত আলমাছ খাতুন টিএন্ডটি গুচ্ছ গ্রামের মৃত নুরুল আলমের স্ত্রী। ঘটনাস্থল ঘুরে জানা যায়, পিতা মাতা স্বামীহীন আলমাছ খাতুন মানুষের বাড়ীতে ঝিয়ের কাজ করে দিন যাপন করে আসছিল। তার ছিল ব্যবহ্নত কিছু পরিমান স্বর্ণালংকার। রোববারে তার অলংকার গুলো চুরি হয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে তার সৎ ভাই আব্দুস ছালাম তাকে পৈচাষিক নির্যাতন করলে সে গুরুতর আহত অবস্থায় বিনা চিকিৎসায় একাকি বাড়ীতে পড়ে থাকে। সোমবার সকাল ১০ টার দিকে পুলিশ আলমাছ খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।