শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া::
ঘুমধুম পুলিশ অভিযান চালিয়ে থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য সেবায় নিয়োজিত এনজিও সংস্থার মাইক্রোবাসভর্তী ইয়াবাসহ চালককে আটক করেছে। জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে সিএসবিডি এনজিও সংস্থার ঢাকা মেট্রো চ – ১৯-৪৬২৪ নাম্বারের মাইক্রোবাসটি থাইংখালী রহমতেরবিল এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার যাওয়ার পথে উখিয়ার টিভি র্যালি কেন্দ্রের সামনে পৌছলে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন কান্তি চৌধুরীর দিক নির্দেশনায় এস আই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীটি গতিরোধপূর্বক তল্লাশি চালিয়ে ৭ হাজার ৮শ পিস ইয়াবাসহ রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি গ্রামের মৃত কবির আহম্মদের ছেলে ফয়েজ আহম্মদ (৪৫) কে আটক করতে সক্ষম হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে থাইংখালী সীমান্তের রহমতের বিল গ্রামের জাগির হোসনের ছেলে ও সীমান্তের ইয়াবা নিয়ন্ত্রক জামাল উদ্দিন, শামশুল আলমের ছেলে সেলিম ও একই গ্রামের শামশুল আলমের ছেলে হেলাল উদ্দিন প্রকাশ ইয়াবা হেলাল দ্রুত পালিয়ে গিয়ে পুলিশি গ্রেপ্তার থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে তারা জানান। স্থানীয় সচেতন মহলরা জানান, থাইংখালী সীমান্তের উল্লেখিত শীর্ষ ৩ ইয়াবাকারবারীকে গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য জেলা পুলিশ সুপার ও র্যাব ৭ কক্সবাজারের হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইমন কান্তি চৌধুরী ইয়াবাসহ চালক আটকের সত্যতা স্বীকার করেন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।