মাহমুদুল হক বাবুল উখিয়া ::
উখিয়া থানা পুলিশ শক্রবার মধ্যরাতে রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া ও ডেইলপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সীমান্তের পেশাদার ইয়াবা ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী আলী আহম্মদের ছেলে ইকবাল (২৬) কে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডেইল পাড়া গ্রামের শীর্ষ ইয়াবাকারবারী আলী আকবর প্রকাশ লুড়া ও তার চেইন অব কমান্ড করইবনিয়া গ্রামের ইকবাল ইয়াবার বৃহত্তর চালান নিয়ে সীমান্ত এলাকা থেকে করইবনিয়া যাওয়ার পথে উখিয়া থানার সহকারী উপ- পরিদর্শক হান্নানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার পিস ইয়াবাসহ ইকবাল কে আটক করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে করইবনিয়া ডেইল পাড়া সীমান্তের শীর্ষ ইয়াবাকারবারী আলী আকবর প্রকাশ লুড়া আকবর ছিটকে পড়ে অল্পের জন্য পুলিশি গ্রেপ্তার থেকে রক্ষা পেয়েছে বলে জানা গেছে। এব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের আসামী আটকের সত্যতা স্বীকার করেন।