উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন ওয়ালা বনবিটের উত্তর পুকুরিয়া এলাকায় চিহ্নিত ভুমিদস্যু কর্তৃক পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগ উঠেছে। সরজমিন ঘটনাস্থল উত্তর পুকুরিয়া এলাকায় গিয়ে দেখা যায়, রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামের ইদ্রিছের ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু নাছির উদ্দিনের নেতৃত্বে সরকারি বন ভুমির পাহাড় কেটে মাটি পাচারের মহোৎসব চলছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ওয়ালা বনবিট কর্মকর্তার সহযোগিতায় ভুমিদস্যু নাছির উদ্দিন সরকারি বন ভুমির পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কিন্তু দেখার কেউ নেই। সরকারি বন সম্পদ রক্ষায় নিয়োজিত রক্ষক যদি টাকার মূলে বিক্রি হয়ে যায় তাহলে বন সম্পদ রক্ষা করবে কে? অভিযুক্ত নাছির উদ্দিনের জানান, ওয়ালা বিট কর্মকর্তা ফেরদৌস কে টাকা দিয়ে পাহাড় কেটে মাটি পাচার করে আসছি। বাধা দেওয়ার কে? টাকা দিলে এদেশে সব কিছু করা সম্ভব। এব্যাপারে ওয়ালা বিট কর্মকর্তা ফেরদৌস আলম পাহাড় কাটার কথা স্বীকার করলেও টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি।