উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনা চালানোর জন্য তৈরি করা নির্বাচনী অফিস, প্রচারনার গাড়ী ভাংচুরের অভিযোগে উখিয়া থানা পুলিশ বৃহস্পতিবার সকালে সোনার পাড়া মেরিনড্রাইভ সড়ক থেকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে।
সোনার পাড়া এলাকার মোঃ জাফর আলমের ছেলে মোঃ শাহজান বাদী হয়ে উখিয়া থানায় গত ১৭ নভেম্বর দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর সন্ধা সাড়ে ৭ টার দিকে আটককৃত বিএনপি নেতা সোলতান মাহমুদের নেতৃত্বাধীন একদল উচ্ছৃংখল নেতাকর্মী ইনানী চারা বটতলী এলাকায় প্রতিষ্টিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহিন চৌধুরীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। সে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের কামাল উদ্দিন মাষ্টারের ছেলে। এসময় বিএনপির কর্মীরা আওয়ামীলীগের একটি প্রচারনার গাড়ীও ভাংচুর করে। এঘটনায় ১০ জন বিএনপি নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের এঘটনার সত্যতা স্বীকার করেছেন।