কায়সার হামিদ মানিক উখিয়া ::
উখিয়ার বড়বিল এলাকায় প্রকাশ্যে ইয়াবা বেছা বিক্রিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে পুত্রবধুকে। সোমবার দুপুর ২ টার দিকে এঘটনাটি ঘটেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল গ্রামের ছৈয়দ মিস্ত্রি ও তার স্ত্রী রুবী আকতার দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচারের পাশাপাশি প্রকাশ্যে নিজ বাড়ীতে ইয়াবা বেছা বিক্রির হাট বসিয়ে এলাকার ছাত্র ও যুবসমাজ ধ্বংসের উৎসব চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। উক্ত ইয়াবা বেছা বিক্রিতে বাধা প্রদান করিলে ক্ষিপ্ত হয়ে শশুর ছৈয়দ মিস্ত্রির নেতৃত্বে শাশুড়ী রুবী আকতার ও বোন রোকসানাসহ শীর্ষরা ছেলে হুমায়ুনের স্ত্রী মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলেদে। এসময় আহতের শোর চিৎকারে লোকজন এগিয়ে এসে আহতকে উদ্ধার উখিয়া হাসপাতালে ভর্তি করেন। আহত মনোয়ারা বেগম জানান, প্রতিনিয়ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবীরা মাদক ক্রয় ও সেবনের জন্য বাড়ীতে আসে। উক্ত মাদক সেবীদের জন্য ঘর থেকে বাহির হওয়ারমত পরিবেশ ছিলনা। তাই প্রতিবাদ করেছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে যে হামলার শিকার হতে হয় সেটা আগে জানা ছিল না। তাই তদন্তপূর্বক উক্ত মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি। উক্ত ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে ৩জনকে আসামী করে উখিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, তদন্তপূর্বক হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।