উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
আসন্ন ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে প্রতিবন্ধি জনগোষ্টীরা ভোট কেন্দ্রে নিরাপদে ভোট প্রদানের শংকায় ভোগছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উখিয়ার সাড়ে ৪ শতাধিক প্রতিবন্ধি জনগোষ্টীরা ভোট কেন্দ্রে নিরাপদে নিভিঘেœ ভোট প্রদানে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃংখলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন। উখিয়া প্রতিবন্ধি সমিতির সভাপতি ওবাইদুল হক জানান, আমরা প্রায় সাড়ে ৪ শতাধিক প্রতিবন্ধি জনগোষ্টী ভোটার রয়েছি। নির্বাচনের ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ারমত উপযুক্ত আমরা নই। সে ক্ষেত্রে আমাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার সাথে সাথে ভোট প্রদানের সুযোগ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি। অন্যতায় আমরা আমাদের ভোট প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।