কায়সার হামিদ মানিক ::
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া অগ্নিকান্ডের ঘটনায় উখিয়ার মরিচ্যা বাজারের আল মদিনা বেকারী পুড়ে ছায় হয়ে গেছে। এসময় ঘুমন্ত অবস্থায় থাকা বেকারীর কর্মচারী পাতাবড়ী খেওয়াছড়ি গ্রামের মৃত ফরিদ আহম্মদের ছেলে আলমগীর (১৩) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে না আনলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান জানিয়েছেন। ক্ষতিগ্রস্থ দোকানের মালিক আব্দুল মান্নান জানান, প্রতিদিনেরমত সে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। দোকানের কর্মচারী নিহত আলমগীর ঘুমে থাকার কারনে আগুন লাগার বিষয়টি আচ করতে না পারায় এ দুর্ঘটনাটি ঘটেছে। অগ্নিকান্ডে তার প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন।