কায়সার হামিদ মানিক উখিয়া::
উখিয়ায় র্যাব ৭ টেকনাফের সদস্যরা শুক্রবার রাতে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৭৯ হাজার ৯শ প্যাকেট মিয়ানমারের সিগেরেটসহ লম্বাশিয়া ক্যাম্পের নুরুল কবিরের ছেলে হাফিজুর রহমান (৩০) কে আটক করেছে। উক্ত অবৈধ সিগেরেট মজুদ ও বিক্রির অপরাধে র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় একটি মামলা রুজু করেছে। যার মামলা নংÑ ২৭/ তারিখঃ ২৫/১/২০১৯ইং। অপর দিকে বালুখালী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নুরুল আমীনের নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের ৫০ প্যাকেট অবৈধ সিগেরেটসহ ১ রোহিঙ্গাকে আটক করেছে। আটককৃত রোহিঙ্গা বালুখালী ক্যাম্প ২ এর বাসিন্দা মৃত দুদু মিয়ার ছেলে মোঃ ছলিম (৫০)। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ক্যাম্প কমান্ডার বালুখালী জানিয়েছেন।