উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
ইয়াবা পাচারকালে হাতেনাতে ধৃত হয়ে সর্বোচ্চ আদালতে ১৫ বছরের সাজাপ্রাপ্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের ইউপি সদস্য বালুখালী পানবাজার গ্রামের বাসিন্দা গাড়ীবাড়ি, সহায় সম্পক্তি, ফিশিংবোটসহ শত কোটি টাকার মালিক হাজী আব্দুল মজিদের ছেলে বখতিয়ার আহম্মদের ছোট ভাই দক্ষিনাঞ্চলের ইয়াবা সিন্ডিকেটের হোতা জাহাঙ্গীর আলম (৩৩) কে উখিয়া থানা পুলিশ বুধবার বিকাল ৪ টার দিকে বালুখালী পানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরকে গ্রেপ্তারের জন্য উখিয়া থানা পুলিশ সকাল থেকে বালুখালী পানবাজার এলাকার বিভিন্ন স্থানে উৎপেতে অবস্থান করছিল। জাহাঙ্গীর বাজারে আসার সাথে সাথে পুলিশ তাকে ঘেরাও করে আটক করে তাৎক্ষনিক ভাবে থানায় নিয়ে আসে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সীমান্তের শীর্ষ ইয়াবাডন রহমতেরবিল গ্রামের বদরদৌজার ছেলে ইয়াবা জগতের জনক হিসাবে খ্যাত কলিমুল্লা প্রকাশ লাদেন, নুর বানু মেম্বারের ছেলে ইয়াবা সোহেল, হাকিম পাড়া গ্রামের হুমায়ুন, থাইংখালী গজু ঘোনা পাড়া গ্রামের নুর আহম্মদ প্রকাশ নুইজ্জ্যার ছেলে গোরা মিয়া, রহমতেরবিল গ্রামের আহম্মইদ্যার ছেলে শাহজান, রাজাপালং খালকাছা গ্রামের মোঃ হোছনের ছেলে কবিরসহ শীর্ষরা পুলিশি গ্রেপ্তার এড়াতে চরম আতংকে রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। তবে কি মামলায় তাকে আটক দেখানো হয়েছে তা এখনো পরিস্কার নয়। তবে অভিযানে নেতৃত্বধানকারী পুলিশের এস আই আবু বক্কর ছিদ্দিক জানান, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আরো কিছু মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।