উখিয়া ক্রাইম নিউজ ডেস্ক::
রেজু আমতলী বিওপির সাড়াঁশি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।
রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে মংতাচিং তংচংগার ছেলে মেংকাইন তংচংগা (২০) কে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে।
এ ব্যাপারে কক্সবাজার ৩৪ বিওপির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং পাচারকারীকে মাদক আইনে মামলা নতিভুক্ত করে আদালাতে প্রেরন করা হবে বলে তিনি জানিয়েছেন।