মোঃ শহিদ ::
উখিয়ার দক্ষিন পুকুরিয়া জামতলী ষ্টেশন ও উত্তর পুকুরিয়া এলাকায় এক রাতে ৬ টি দোকানে দুদর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার ভোর রাতে দোকান ডাকাতির ঘটনাটি ঘটেছে।
সরজমিন ঘটনাস্থল ঘুরে জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিন পুকুরিয়া জামতলী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আলী আহম্মদ দীর্ঘ দিন ধরে স্বল্প পুজিতে মুদির দোকান ব্যবসা করে কোন রকম সংসার জীবন চালিয়ে আসতো।
হঠাৎ একটি ডাকাত দল রোববার ভোর রাতে একই এলাকার আলী আহম্মদের ছেলে বাপ্পি ষ্টোর প্রকাশ বাপ্পির দোকান, উত্তর পুকুরিয়া এলাকার আয়ুব আলীর দোকান, সাইফুলের দোকান, কবিরের দোকান ও মানিকের দোকানসহ ৬টি দোকানে হানা দিয়ে নগদ টাকা ও মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী আব্দুল নবী প্রতিবেদককে অভিযোগ করে বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল নবী আরো জানান, আমাদেরকে সর্বশান্ত করা ডাকাত দলকে খুজে বের করে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য জেলা পুলিশ সুপার ও উখিয়া থানার ওসির হস্তক্ষেপ কামনা করছি। উখিয়া থানার ওসি আহম্মদ সন্জুর মোরশেদ, তদন্তপূর্বক ডাকাতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।